খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ২০২৫ ইং শিক্ষাবর্ষ ভর্তি নিয়ে এক আলোচনা বসেন শিক্ষক,শিক্ষিকারা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪ হাফিজ মোহাম্মদ হক ।। খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ২০২৫ ইং শিক্ষাবর্ষ ভর্তি নিয়ে এক আলোচনা বসেন শিক্ষক,শিক্ষিকারা। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোঃ সেলিম রেজা ও প্রধান শিক্ষক উম্মে হানি মলি তালুকদার অভিভাবকদের বলেন। আপনার সন্তানের স্কুলে ভর্তির সময় আপনি বিভিন্ন বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে থাকেন। সাধারণত যে বিষয়গুলোতে আপনারা গুরুত্ব দেন আমরা খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো প্রাধান্য দিয়ে থাকি। যেমন স্কুলের মান ও সুনাম স্কুলটির শিক্ষা ব্যবস্থার গুণগত মান, শিক্ষকদের যোগ্যতা, এবং স্কুলটির সুনাম অভিভাবকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। Standard মান আপনি খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানে ১০০% পাবেন। এই প্রতিষ্ঠানের স্কুল সেকশন পুরোটা ইংলিশ ভার্সন হওয়া সত্ত্বেও ফলাফল রাজশাহী বিভাগের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠত্বের দাবিদার। 100% Pass – A+. অবস্থান স্কুলটি বাড়ির কাছাকাছি হলে সন্তানের যাতায়াত সুবিধাজনক হয় এবং নিরাপত্তার দিক থেকেও সুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের পজিশনটা রাস্তার পাশে, নিরিবিলি পরিবেশে। যে কোন ধরনের যানবাহন চলাচলের সুবিধা সম্বলিত। এছাড়াও প্রতিষ্ঠানের রয়েছে নিরাপদ এবং আধুনিক পরিবহন সুবিধা। শিক্ষাগত পরিবেশ অভিভাবকদের কাছে শিক্ষার পাশাপাশি স্কুলের পরিবেশও গুরুত্বপূর্ণ। সহশিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য সেবা, স্বাস্থ্যকর পরিবেশ, আচরণবিধি, এবং একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ আবশ্যক। খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সবসময়ই এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে শুরু থেকেই। বিষয়ভিত্তিক কোর্স ও সুযোগ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, বিশেষ বিষয়ভিত্তিক কোর্স (যেমন: বিজ্ঞান চর্চা, শিল্পকলা, খেলাধুলা, ডিবেট, স্পোকেন, সাহিত্য চর্চা, স্কাউট, তাইকোয়ান্ড, Lab, Library, ICT) এবং সহশিক্ষা কার্যক্রমের সুযোগ ও সুবিধা ছাত্র -ছাত্রীদের শিক্ষার মাত্রাকে আরও ত্বরান্বিত করে এবং আকর্ষণ করে। শিক্ষা পদ্ধতি আধুনিক শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার সঙ্গে প্রয়োজনীয় দক্ষতা তৈরি করে এমন পদ্ধতির দিকে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ গুরুত্ব দিয়ে থাকি। প্রতিটি শিক্ষক প্রশিক্ষিত ও বিষয়ভিত্তিক। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও প্রচেষ্টায় আপনার সন্তানের মেধা বিকাশে – প্রেরণার উৎস হয়ে উঠতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ব্যয় বা ফি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধার জন্য স্কুলের বেতন কাঠামো এবং অন্যান্য ব্যয় সঠিকভাবে – স্বল্পমূল্যে নির্ধারণ করা হয়েছে যা সমাজে বসবাসরত প্রতিটি শ্রেণীর সাধ্যের মধ্যেখাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সবসময়ই আপনাদের পাশে আছে। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা স্কুলের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, এবং সন্তানের নৈতিক ও সামাজিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে অভিভাবকদের বিশেষ মনোযোগ থাকে। এই প্রতিষ্ঠানে আপনার সন্তানের শৃঙ্খলাবোধ, নৈতিক মূল্যবোধ, দায়িত্ববোধ, সৎ ও সুনাগরিক তৈরির জন্য বন্ধ পরিকর। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা স্কুলের নিরাপত্তা ব্যবস্থা যেমন সিসি ক্যামেরা, নিরাপত্তা রক্ষী, শৃঙ্খলা কমিটি এবং শিক্ষার্থীদের জন্য শ্রেণী শিক্ষক ছাড়াও প্রতিটি শ্রেণী ও অফিসে রয়েছে প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা। কোন শিক্ষার্থীর কিছু হলে খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। স্বাস্থ্যকর টিফিন সম্মানিত অভিভাবক, আপনি আপনার সন্তানের টিফিন নিয়ে একদম চিন্তিত হবেন না। খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ আপনার সন্তানের জন্য স্বল্প খরচে স্বাস্থ্যকর খাবার বা টিফিনের ব্যাবস্থা রেখেছে। স্কুল ক্যাফেটেরিয়া। বিশেষ ছাড় বা স্কলারশিপ খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ যে ওয়েভার সুবিধা ছাড়াও রয়েছে ভালো ফলাফল করা- মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা এবং শিক্ষা বৃত্তির ব্যবস্থা। তবে মেধাবী/ গরীব ও মেধাবী। এছাড়াও একজনের দুটি সন্তান হলে, নতুন ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা। অভিভাবকদের মতামত ও অভিজ্ঞতাখাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ অভিভাবকদের মতামতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে বলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া ও প্রতিষ্ঠানের প্রধানদের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীর আগত ভবিষ্যৎ হয় নিশ্চিত ও উজ্জ্বল। ওপেন হাউস ইভেন্ট: স্কুলে অভিভাবকদের জন্য ওপেন হাউস ইভেন্ট আয়োজন করা হয়। এতে অভিভাবকরা স্কুলের পরিবেশ, সাফল্য, শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি, শিক্ষক ও স্টাফদের সাথে পরিচিত হতে পারেন ও বিভিন্ন বিষয়ে কাউন্সিলরের সুযোগ থাকে। ছাত্র -ছাত্রীদের ভালোটা আগে। গুণগত শিক্ষা ও সাফল্যের খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ঈর্ষণীয়, পরীক্ষার ফলাফল অসাধারণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী হওয়ার অভিজ্ঞতা সুদূরপ্রসারী, কৃতি ও জয়ী শিক্ষার্থীরা এনেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সন্মান ও সাফল্য। এছাড়া অভিজ্ঞ শিক্ষকদের যোগ্যতা ও প্রশিক্ষণের অভিজ্ঞতা এনেছে সম্মাননা ও সার্টিফিকেট। ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ: সম্মানিত অভিভাবক,খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর ভর্তি ফরম বিতরণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।ভর্তির জন্য সংশ্লিষ্ট ফর্ম পূরণ করুন এবং ভর্তি ফি জমা দিন। ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন অথবা আমাদের ভর্তি কমিটির সাহায্য নিন। আমাদের ভর্তি কমিটি আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত। পরীক্ষার সিলেবাস ও বিষয় সম্বন্ধে ধারণা নেওয়া: ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ১লা জানুয়ারিতে ভর্তি রশিদ দেখিয়ে বই নিন। ক্লাস শুরু হলে- পরীক্ষা পদ্ধতি, বিষয় ভিত্তিক সিলেবাস জেনে নিন । প্রতিটি বিষয় ভালোভাবে বুঝে নিন এবং কোন কোন অধ্যায়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন তা চিহ্নিত করুন। উপরে উল্লেখিত এই বিষয়গুলো বিবেচনা করে সম্মানিত অভিভাবকরা – আপনার সন্তানের জন্য সঠিক স্কুলটি নির্বাচন করুন। খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ is the best.সঠিক প্রতিষ্ঠানের নির্বাচন প্রথমেই নিজের লক্ষ্য অনুযায়ী কোন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করাতে চান তা নির্ধারণ করুন। প্রতিষ্ঠানের মান, শিক্ষা খরচ, সুযোগ-সুবিধা ও ক্যাম্পাসের পরিবেশ যাচাই করে নির্বাচন করুন। SHARES সারা বাংলা বিষয়: