কেন্দুয়ায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪
কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৪ সুষ্ঠু, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আল আমিন সরকার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু, উপজেলা  হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান সাগর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হুমায়ুন প্রমুখ ।সভায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয় ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মোঃ নাঈম, হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, ইউপি চেয়ারম্যান মোঃ সারোয়ার জাহান কাওছার, শহিদুল ইসলাম আকন্দ, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্মীগণ ।