আগামী ১০ ডিসেম্বর অর্থনৈতিক শুমারি শুরু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪ কোহিনূর আলম।।আগামী ১০ ডিসেম্বর ৪র্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ।এই কার্যক্রম চলবে ১৫ দিন । এর মধ্যে ষোল ও পঁচিশ ডিসেম্বর দুই দিন বন্ধ থাকবে । এবারের শুমারিতে ১২০ জন তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করবেন বলে জানায় সংস্থাটি । দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পরপর এমন শুমারি করে থাকে বিবিএস ।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপরে উপজেলার পরিসংখ্যান অফিসে অর্থনৈতিক শুমার২০২৪ প্রকল্পের কার্যক্রমের বিশেষ সাক্ষাৎকারে এ সব তথ্য জানান, উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার আরাফাত রহমান ।আগামী ৫-৮ ডিসেম্বর পর্যন্ত চার (৪) দিনের প্রশিক্ষণে অংশ নেবেন দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রকারীরা । এরপর জোনাল অফিসারের তত্ত্বাবধানে তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজাররা ফিল্ডে কাজ করবেন । তাছাড়া উপজেলা শুমারি সমন্বয়কারী সঞ্জুরুল হক ভূঞা ও জোনাল অফিসার কর্তৃক সরাসরি তাদের কাজ মনিটরিং করা হবে বলেও জানা যায় । তিনি আরো বলেন , এ বছর অর্থনৈতিক শুমারিতে ৬৫টি প্রশ্ন থাকবে । এই প্রথম ট্যাবের মাধ্যমে আইসিএমএস বা ‘ক্যাপি’ পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হবে । ইতোমধ্যেই লিস্টিংয়ের মাধ্যমে ১৭ হাজার ৩শত ৩৭ ইউনিট চিহ্নিত করা হয়েছে । সেখান থেকে এবং এর বাইরে থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে ।অর্থনৈতিক শুমারির গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার আরাফাত রহমান নিশ্চিত করেন , এ অর্থনৈতিক শুমারি উপজেলা তথা দেশের অকৃষি তথ্য সংগ্রহের ফলে সরকারের সার্বিক উন্নয়নে সঠিক নীতি নির্ধারণে কার্যকর ভূমিকা পালন করবে । SHARES সারা বাংলা বিষয়: