দিনাজপুরে শিক্ষক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন ডাঃ জাহিদ হোসেন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
মো. হাবিবুল্লাহ।। আজ শনিবার (৩০ নভেম্বর)দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাটে আলাদা সময়ে শিক্ষক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় বিএনপির স্থায়ী কমিটির এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেনবাংলাদেশ জাতীয়তাবাদ দল- বিএনপি বীরের দল, এ দল কখনো পালিয়ে যায় না! ৭১ এ স্বাধীনতা ঘোষণা দিয়েও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান পালিয়ে না গিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছন। ওয়ান এলিভেনের সময় ম্যাডাম খালেদা জিয়ার নামে অসংখ্য মামলা দিলেও ম্যাডাম কখনো পালিয়ে যায়নি। তিনি বিএনপির সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করে বীরের ন্যায় সাথে আছেন। আর যারা পালিয়ে যাবার তারা পালিয়ে গিয়েছে। তাদেরকে এখন আর মাঠে খুজেও পাওয়া যায় না।শনিবার  বিকেল ৩টায় রানীগঞ্জ মহিলা কলেজ মাঠে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, সকল মসজিদ, এতিমখানার ইমাম, মোয়াজ্জিন, মোহতামিম ও সকল ব্যবসায়ীদের সহিত সুধি সমাবেশ ও মতবিনিময় সভায় এ বক্তব্য রাখেন তিনি। ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায়, সুধি সমাবেশে আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি প্রমুখ। এ সময় ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল ও ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়কবৃন্দ সহ অনেকে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও অনেকে উপস্থিত ছিলেন।