সিরাজগঞ্জের চৌহালীতে বিশাল এলাকাজুড়ে বাদাম চাষ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪ হাফিজ মোহাম্মদ হক ।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর চরে বিশাল এলাকাজুড়ে এবার বাদামের চাষ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের ফলন ভাল হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে বাদাম চাষ অধিক লাভজনক হওয়ায় চাষিরা বাদাম চাষে ঝুঁকছে। সামান্য কীটনাশক ও স্বল্প পরিসরে চাষ দিলেই খুব সহজেই বাদাম চাষ করা সম্ভব। বাদাম চাষে বাড়তি সেচ ও নিরানির কোন প্রয়োজন হয় না। যমুনা চরের বেলে দো-আঁশ মাটিতে অধিক তাপমাত্রা, পর্যাপ্ত সূর্যের আলো ও মাঝারি বৃষ্টিপাত পাওয়ায় চীনাবাদাম ও দেশি জাতের বাদামের ফলন ভাল হয়। জানা যায়, প্রনোদণা কর্মসূচির আওতায় ৫শ’ কৃষকের মধ্যে বাদামের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করে কৃষি অফিস। প্রতি বছরই উপজেলার উমারপুর, সদিয়া চাঁদপুর, স্থল, খাষপুকুরিয়া ইউনিয়নের যমুনা নদীর চরে বাদামের চাষ হয়। এছাড়াও ৪টি ইউনিয়নের নদী তীরবর্তী কিছু জমিতেও বাদাম চাষ করা হয়েছে। সৌদিয়াচাঁদপুর ইউনিয়নের চাষিরা জানান, বিঘা প্রতি ১০ থেকে ১২ মণ করে বাদাম পাচ্ছেন তারা। খরচ কম হওয়ায় প্রতি বছরই এখন তারা বাদাম চাষ করেন এবং লাভবান হন। SHARES সারা বাংলা বিষয়: