শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে সচেতনতা সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
মোঃ আরিফুজ্জামান আরিফ।। সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য চাষ সম্পর্কিত বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের কমিউনিটি বেইসড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (খুলনা বিভাগ) মোঃ জাহাঙ্গীর আলম। উপকুলীয় এলাকায় বসবাসরত মৎস্য চাষীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ঐ সভায় জলবায়ু সহনশীল মৎস্য চাষ ও মৎস্য ব্যবস্থাপনায় আগাম সতর্কতা সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য পায়। সভায় বক্তারা মৎস্য চাষে আগাম সর্তকতা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া পরিকল্পিত পদ্ধতিতে মৎস্য চাষসহ সার্বিক প্রয়োজনে মৎস্য বিভাগের পরামর্শ গ্রহনের আহবান জানান তারা। একইসাথে নীতিমালা মেনে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ির পাশাপাশি খাঁচা পদ্ধতিতে ভেটকি চাষে উদ্বুদ্ধু হতে পরামর্শ দেন বক্তারা। সভায় অংশ নেয়া চাষীরা নিজেদের অভিজ্ঞতা বর্ননার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে মৎস্য সম্পদ সংরক্ষনে নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জি, এম, সেলিম, উপ প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, কৃষি অফিসার নাজমুল হুদা, চেয়ারম্যান,  গাবুরা ইউনিয়ন, মাছুদুর রহমান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির প্রমুখ। সচেতনতা সভায় বক্তব্য দেন উপ-পরিচালক (খুলনা বিভাগ) মোঃ জাহাঙ্গীর আলম।