শেরপুরে আপন জেঠাতো ভাইয়ের হাতে এক সেনা সদস্য খুন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪ মোঃ মুরাদ মিয়া।। শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জেরধরে আপন জেঠাতো ভাইয়ের হাতে সেনা সদস্য ওয়াসিমকে হত্যার ঘটনা ঘটছে ৷২ ডিসেম্বর (সোমবার)সকাল ৯টার দিকে আপন জেঠা আঃসালাম (৬৫) ও তার ছেলে রঞ্জু (২৮),রুস্তমের ছেলে হানিফ(৩৮)গং কর্তৃক সেনা সদস্য ওয়াসিম (২৫) কে দা দিয়ে গলায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।নিহত সেনা সদস্য ওয়াসিম একই বাড়ির হাসান ওরফে পেট্টুর ছেলে।নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, নিহত সেনা সদস্যদের পরিবারদের সাথে তার আপন জেঠা আঃ সালাম গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এর জের ধরে দীর্ঘদিন যাবত তাদের পেশী শক্তি জোরে হাসান ওরফে পেট্টুর পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিলো ৷এদিকে গত তিনদিন পূর্বে নিহত সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল (সিলেট সেনানীবাস) থেকে ছুটিতে বাড়িতে এসে শশুরবাড়ি শহরের পৌরসভাধীন কসবা শিবোত্তর মহল্লায় অবস্থান করছিলেন।আজ সোমবার সকালে ওয়াসিম তাদের খেতের ধান কেটে তার নিজ বাড়িতে যাওয়ার সময় চরশেরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আসা মাত্রই তার আপন জেঠা আঃ সালাম ও জেঠাতো ভাই রঞ্জু ধারালো দা’ দিয়ে ওয়াসিমের গলায় কোপ দেই৷ পরে গুরুত অবস্থায় ওয়াসিমকে তাৎক্ষণিক স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ সেনা সদস্যদের নিয়ে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ছুটে যান এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা জুবাইদুল আলাম জানান,এই হত্যা ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷এঘটনায় শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজান ভূইয়া বলেন,এটা যেহেতু একটি হত্যাকাণ্ড তাই তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আনার জন্য জেলার যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে। SHARES সারা বাংলা বিষয়: