কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলার জমজমাট উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪ মুহাঃ বাবুল হুসাইন।।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা উপপরিচালক ষষ্ঠি চন্দ্র রায়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি উদ্যোক্তা টিপু সুলতান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন এবং সমন্বয়ক হোসাইন আহমেদ।মেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা তাদের উৎপাদিত নতুন ফসল, সবজি ও ফল প্রদর্শন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, “এই মেলায় কৃষকদের উৎপাদিত পণ্য প্রদর্শনের মাধ্যমে তারা একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। নতুন ফল ও সবজি প্রদর্শনী অন্য কৃষকদের আকৃষ্ট করে এবং তাদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করে।উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় কৃষকদের উদ্ভাবিত নতুন প্রজাতির ফসল এবং আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে স্টলগুলো সাজানো হয়েছে।কৃষি মেলাটি কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং এটি আগামী দিনেও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। SHARES সারা বাংলা বিষয়: