কেন্দুয়ায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪
কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৪ – ২০২৫ অর্থ বছরে অভ্যন্তরীণ আমন ধান ও চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির হোসেন খান প্রবাসের অফিস কক্ষে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ৩৩টাকা কেজি দরে ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১হাজার ৩ শত ৭২ মেট্রিক টন । অন্যদিকে ৪৭টাকা কেজি দরে সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩ শত ৯২ মেট্রিক টন ও ৪৬টাকা কেজি দরে আতপ চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ শত ৬ মেট্রিক টন । তিনি আরো জানান, এর মধ্যে আল-খাইরুল অটো রাইস মিল ও অনিকা অটো রাইস মিল ৭৭৭ মেট্রিক টন সিদ্ধ  চাল দিতে চুক্তি সম্পাদন করেছে । ধান ও চাল ক্রয়ের সময়সীমা আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বেঁধে দেয়া হয়েছে । এছাড়া ৩ শত ৬ মেট্রিক টন আতব চাল দিতে সাদেক অটো রাইস মিল চুক্তি সম্পাদন করেছে এবং সময়সীমা ধার্য্য করা হয়েছে আগামী ১০ মার্চ পর্যন্ত ।উল্লেখ্য গত ১ ডিসেম্বর খাদ্য গুদাম প্রাঙ্গনে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাওসার আহমেদ,  পৌর বিএনপির সভাপতি খোকন আহম্মেদ ডিলার ও গণ মাধ্যম কর্মীগণ ।