কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্নহত্যা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪ মোঃ সোহাগ আলী।।ঝিনাইদহের কালীগঞ্জে নূর ইসলাম মোল্লা (৬৫) নামের একজন বৃদ্ধ বাড়ির পাশে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন । মঙ্গলবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামে এ ঘটনা ঘটে । মৃত নূর ইসলাম মোল্লা ৫ সন্তানের জনক ছিলেন । পারিবার ও এলাকাবাসী জানায় , মৃত নূর ইসলাম মোল্লা অভাব অনটনসহ শরীরের নানা জটিল রোগে ভুগছিলেন । তিনি দীর্ঘদিন ঢাকা শহরে রিক্সা চালাতেন । গত কয়েক বছর আগে গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন । সর্বশেষ মঙ্গলবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির পিছনে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান । সে সময় প্রতিবেশীসহ পরিবারের সদস্যরা তাকে গাছ থেকে নামিয়ে কালীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন । এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান , ঘটনাস্থলে পুলিশ গেছে । ময়না তদন্তের পর কারণ জানা যাবে । SHARES সারা বাংলা বিষয়: