যশোরের শার্শায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র – ছাত্রীদের বিক্ষোভ মিছিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

ইমামুল বাসার।।যশোরের শার্শায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের  নেতৃত্বে দেন নাভারন ডিগ্রী কলেজের ছাত্র সামি উল্লাহ । মিছিলটি শার্শা থানার মোড় থেকে শুরু করে যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে এক সমাবেশে তাদের বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভারতীয় দোসররা। তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদস্য সচিব  জেসিনা মুর্শীদ প্রাপ্তির নির্দেশ মতে শার্শা উপজেলায় বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের নেতারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শার্শা উপজেলাতে প্রতিবাদ ও বিক্ষোভ  মিছিল বের করে। এ সময় মিছিলের নেতৃত্বদেন তরুনদের আস্তাভাজন নাভারন ডিগ্রী কলেজের পরিচিতমুখ ছাত্র নেতা মোহাম্মদ সামি উল্লাহ।এ সময়ে আরো উপস্থিত ছিলেন  তরুণ ইসলাম তোহা,দাঈম রাহাদ, সাহেব আলী আপন, আতিকুজ্জামান আতিক, তসিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দএ সময় মোহাম্মদ সামিউল্লাহ বলেন স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভারতীয় দোশররা তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সচ্চার এবং মোকাবিলা লড়াই করতে হবে।বাংলাদেশ দীর্ঘজিবী হউক।