নাটোরে দুদিন ব্যাপী তথ্য মেলার আয়োজন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪ ফরহাদুজ্জামান ।।আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি টিআইবি নাটোরের উদ্যোগেদুদিনব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়েছে আজ বেলা ১১ টায় তথ্য মেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন সচেতন নাগরিক কমিটি নাটোর শাখার সভাপতি রেজাউল করিমরেজার সভাপতিত্বে রওশন আলী আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ,দুর্নীতি দমনপ্রতিরোধ (সজিকার) রাজশাহীর সহকারী পরিচালক তানভীরআহমেদ সিদ্দিকী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির নাটোর শাখার সহ-সভাপতি শিবলি সাদী ।দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন উদ্বোধন শেষে একটি বর্নাঢ্য র্যালী নাটোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। SHARES সারা বাংলা বিষয়: