শিবগঞ্জে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
মিজানুর রহমান।। নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’-এই প্রতিপাদ্যে বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন।সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৪ জন জয়িতাদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।