ভারত থেকে পেঁয়াজ আসছে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
ওয়ায়েস ইসলাম দীপ।। বাংলাদেশ থেকে সড়ক পথে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার একমাত্র গুরুত্বপূর্ণ স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। এ বন্দরটি দিয়ে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকে। পাথরের পাশাপাশি গত নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দুইটি চালানে ১০০ মেট্রিকটন করে ২০০ মেট্রিকটন আতপচাল আমদানির মাঝে এবার ভারত থেকে আমদানি করা হচ্ছে পেঁয়াজ।পেঁয়াজ আমদানির বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।এদিকে বন্দর সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করেছে মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যালয় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর আগে এ প্রতিষ্ঠানটি ৭ ডিসেম্বর ৩০ মেট্রিকটন, ৩ ডিসেম্বর ৩০ মেট্রিকটন, ২৭ নভেম্বর ৩০ মেট্রিকটন. ২০ নভেম্বর ৩০ মেট্রিকটন ও ১৮ নভেম্বর ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করেছেন।আবুল কালাম আজাদ বলেন, ‘বন্দরটিতে পাথর আমদানির পাশাপাশি আতপ চাল আমদানি করা হচ্ছে। এর মাঝে প্রয়োজনের ক্ষেত্রে মাঝেমধ্যে পেঁয়াজও আমদানি করা হচ্ছে। এছাড়া প্রয়োজনে বন্দরটি দিয়ে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিকদানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।অপরদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল ও ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রফতানি হচ্ছে।