সানন্দবাড়ীতে ১২ বছর পর জামাতের আনন্দ মিছিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

রিয়াদ হাসান হৃদয় ।।মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জের  সানন্দবাড়ীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম।১৬ই ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় সানন্দবাড়ী বাজারের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে উক্ত আনন্দর‍্যালী শুরু করে সানন্দবাড়ী বাজারে বিভিন্ন স্থান পদক্ষিণ শেষে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে র‍্যালী শেষ হয়। সে সময়  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহ-সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম।বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ জামালপুর জেলা শাখার সেক্রেটারি নুরুদ্দিন আহমেদের সঞ্চালনায়, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল মজিব, আমীর বাংলাদেশ জামাতে ইসলাম চরআমখাওয়া ইউনিয়ন শাখা।আরো বক্তব্য প্রদান করেন, মাসুদ আহমেদ সভাপতি পারমরামপুর ইউনিয়ন শাখা, মোহাম্মদ নুর আলম ডাংধরা ইউনিয়ন শাখা,মাওলানা মোঃ রেজাউল করিম সেক্রেটারি চর আমখাওয়া  ইউনিয়ন শাখা।। বক্তব্যে বক্তাগণ জামাতে ইসলামের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। মোনাজাতের মাধ্যমে উক্ত আলোচনা সভা শেষ হয়।