নওগাঁয় রাস্তার পাশ থেকে এক জনের মৃতদেহ উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪ সাইফুল ইসলাম।।নওগাঁয় রাস্তার পাশ থেকে জবাই করা জাইদুল নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার ১৫ ডিসেম্বর সন্ধ্যারদিকে ধান কাঁটা আদিবাসী নারী ও পুরুষ শ্রমিকরা প্রথমে জবাই করা মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। ঘটনাটি মহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মৃতদেহটি এক নজর দেখার জন্য ঘটনাস্থলে লোকজন ভীড় জমান। পরে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন।নিহত জাইদুল পত্নীতলা উপজেলার কোতালী গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসী নারী ও পুরুষ শ্রমিকরা ধান কাটার কাজ শেষে সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে রাস্তার পাশে পলিথিন দেখতে পেয়ে সন্দেহ বশে একজন নারী শ্রমিক সেই পলিথিনের কাছে গিয়ে জবাই করা (গলাকাটা) একটি মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে তার সাথে শ্রমিকরাও চিৎকার দিলে লোকজন ঘটনাস্থলে ভীড় করেন।থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানা হেফাজতে নেয় । মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনাস্থলেই প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য রাতে ঘটনাস্থল থেকে জাইদুল এর মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। তিনি আরো জানান তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতীর কয়েকটি মামলা আছে । SHARES সারা বাংলা বিষয়: