দীর্ঘ দিনপর মিল্লাত ভাইয়ের দেওয়ানগঞ্জ আগমনে মানুষের রেকর্ড পরিমান ঢল”

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
মো: শাহজাহান আলী ।। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সংসদীয় আসন তথা বৃহত্তর ময়মনসিংহের  বিএনপির রাজনীতিতে “সুপারম্যান” হিসাবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানীত কোষাধ্যক্ষ,জনাব এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবের দেওয়ানগঞ্জে ১৭-১২-২০২৪ ইং তারিখে আগমন উপলক্ষে সন্ধায় তাঁর নিজ বাসভবনে সর্বস্তরে মানুষের ঢল নেমেছে তাঁকে একনজর দেখার জন্য। প্রথমে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশের ডিআইজি সহ জামালপুর জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।তার পর পর্যায়ক্রমে সকল স্তরের বিএনপির নেতা কর্মীদের সাথে তিনি মত বিনিময় করেন।উল্লেখ্য তিনি দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৯-১২-২০২৪ ইং তারিখে দুপুর দুইটায় এক বিশাল জনসমাবেশে ভাষন দিবেন।উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম “স্হায়ী কমিটি”র সম্মানিত সদস্য, বৃহত্তর ময়মনসিংহের গর্ব জনাব নজরুল ইসলাম খান সহ ময়মনসিংহ বিভাগের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।