বাগেরহাট সদর মডেল থানা, বাগেরহাট কর্তৃক ৫০০(পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আসামী গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
মোঃনিয়াজুল হাসান শাওন।।বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুর রহমান এর নেতৃত্বে বাগেরহাট সদর মডেল থানার একটি চৌকস টিম ইং-১৬/১২/২০২৪ তারিখ রাত্র ২১.৩০ ঘটিকার সময় বাগেরহাট সদর থানার পৌরসভাধীন হাড়িখালী পশ্চিমপাড়াস্থ জনৈক নওশীন পুরবী @ ডালিয়া এর বসত বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ধৃত আসামী ১। শেখ ফরিদ(২৫), পিতা-মহিউদ্দিন শেখ, মাতা-ফাহিমা খাতুন, সাং-দহখোলা, থানা ও জেলা-কুষ্টিয়া এর নিকট হইতে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট এবং অপর ধৃত আসামী ২। নওশীন পুরবী @ ডালিয়া(৩০), পিতা-আব্দুস সালাম শেখ, মাতা-তাসলিমা বেগম, সাং-হাড়িখালী পশ্চিমপাড়া, থানা ও  জেলা-বাগেরহাট এর নিকট হইতে ২০০ (দুইশত) পিচ সর্বমোট (৩০০+২০০)=৫০০ (পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয় কাজে ব্যবহৃত একটি তিন চাকা বিশিষ্ট পেষ্ট রংয়ের চার্জার স্কুটি উদ্ধার পূর্বক জব্দ করে।
 গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ বাগেরহাটের অভিযান অব্যাহত থাকবে।