এনায়েতপুর দক্ষিণপাড়া তালতলা সড়ক সংস্কারে ধীর গতির কারণে জনগণের দুর্ভোগ সৃষ্টি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪ হাফিজ মোহাম্মদ হক।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায়র এনায়েতপুর দক্ষিণপাড়া তালতলা সড়ক সংস্কারে ধীরগতির কারনে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। কার্পেটিং তোলা সড়কটির ধুঁলোবালিতে এনায়েতপুর তালতলা বাঁশি নাভিশ্বাস উঠেছে। জানা যায়,প্রায় ৭/৮ মাস আগে এনায়েতপুর দরবার শরীফ এক নম্বর গেট থেকে এনায়েতপুর হার্ট পর্যন্ত সড়ক সংস্কার টেন্ডার দেয়া হয় । এরপর পুরো সড়কটির কার্পেটিং তুলে ফেলে ঠিকাদারী প্রতিষ্ঠান। কার্পেটিং তোলার পর দীর্ঘদিনেও আর সড়কটির কোন কাজ করা হয়নি। এই সড়ক পথে প্রতিদিন রিক্সা ভ্যান, অটোরিকশা, মোটর বাইক, অন্যান্য যানবাহন চলাচল করে। পুরো সড়কের কার্পেটিং তুলে ফেলায় এই পথে যানবাহন এবং মানুষের চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। সড়কের উপর দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করায় পুরো সড়কজুড়ে খোঁয়ার ধুঁলোয় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দুই পাশের ঘরবাড়ি গাছপালা ধুঁলোয় লাল হয়ে গেছে। ধুঁলোবালিতে নাক মুখ বন্ধ করে মানুষকে চলাচল করতে হচ্ছে। কাঁপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। গত জুলাই মাসে সড়কটি সংস্কার শেষ হবার কথা থাকলেও দীর্ঘদিনেও তা শেষ হয়নি। এতে প্রতিনিয়ত মানুষ দূর্ভোগের শিকার হচ্ছে। নির্দ্রিষ্ট সময়ে ঠিকাদার সড়কটি সংস্কার কাজ শেষ না করায়, ধুঁলোবালি ও ইটের খোয়াতে এনায়েতপুর তালতলা বাঁশিদের, ঘরবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে। ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না। ধুঁলোয় দম বন্ধ হয়ে আসে। দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থা হলেও তা দেখার কেউ নেই।একজন ভ্যান চালক দৈনিক দেশ সেবা প্রতিনিধিকে জানান,ধুঁলোবালিতে সড়ক দিয়ে স্বাভাবিকভাবে যেতে পারি না। দ্রুত গতিতে গাড়ি চালাতে পারি না। দীর্ঘদিন ধরে সড়কটি এমন থাকলেও তা ঠিক করা হচ্ছে না। এতে আমরা খুব সমস্যয় আছি। দীর্ঘদিন ধরে ঠিকাদার কাজ না করায় মানুষের দূর্ভোগ হচ্ছে। তবে এনায়েতপুর দক্ষিণপাড়া তালতলা বাঁশিদের দাবি দ্রুত সময়ে কাজটি শেষ করতে তাগাদা দিচ্ছি। SHARES সারা বাংলা বিষয়: