ভাঙ্গায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

মোঃ রিপন শেখ ।।ফরিদপুরের ভাঙ্গায়  বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ভাঙ্গা  উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের  উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  সজীব মাতুব্বরের   নেতৃত্বে   বিক্ষোভ মিছিল করা হয়।সাংবাদিক ইলিয়াস হোসাইন কর্তৃক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে বিভিন্ন মিথ্যা, অপপ্রচার পোস্ট করার  প্রতিবাদে উপজেলা ঈদগাহ মসজিদের সামনে থেকে  একটি বিক্ষোভ মিছিল বের করে  ৪০০/৫০০শত নেতা কর্মী  ভাঙ্গা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পুনরায় ঈদগাহ মসজিদের সামনে  এসে সংক্ষিপ্ত সমাবেশের বিক্ষোভ মিছিলটি শেষ করে।এ সময় উপস্থিত ছিলেন, হাদিউজ্জামান রাজু যুবদল নেতা ,
আরিফ মুন্সী পৌর বিএনপি নেতা,আশিক মোল্লা সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ভাঙ্গা পৌরসভা শাখা,সাকিব ইসলাম সুমন যুগ্ন আহবায়ক, ভাঙ্গা  উপজেলা ছাত্রদল সহ  উপজেলার   অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় সমাবেশে বক্তারা বলেন, ভূয়া, বানোয়াট, হলুদ সাংবাদিক ও আওয়ামী লীগের দালাল ইলিয়াস হোসাইন যুক্তরাষ্ট্রে বসে বিএনপির অগ্নিকণ্যা খ্যাত শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে টাকা খেয়ে  মিথ্যা ও বানোয়াট গুজব ছড়িয়েছে। তাকে  অচিরেই  ওই ভিডিও ডিলিট করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা না হলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  ফরিদপুর জেলায় লাগাতার আন্দোলন ও কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান।