নাচোলে আওয়ামী লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

মোঃ মাহিদুল ইসলাম ।। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাচোল পৌর মেয়র আব্দুর রসিদ খান ঝালু এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ ডিসেম্বর রোববার গভীর রাতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় আব্দুর রসিদ খান ঝালু এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবুকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হওয়ার পর দুজন পলাতক ছিল। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।