চাটখিলে প্রবাসীর স্ত্রীকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪
মোঃ হানিফ ।। নোয়াখালীর  চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের খোনার বাড়ির প্রবাসী রবিউল হোসেনের স্ত্রীকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে প্রবাসীর স্ত্রী ফেরদাউস আক্তার (৩০) আজ রোববার সকালে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগে জানা যায় একই বাড়ির নজরুল ইসলামের ছেলে মানিক হোসেন (৪৭) এর বিভিন্ন সময়ে  অত্যাচারে অতিষ্ঠ হয়ে ফেরদাউস আক্তার বাড়িতে না থেকে চাটখিল পৌর শহরের হাসিনা মঞ্জিলে  তিন কন্যা সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। গত ( ১৮ ডিসেম্বর)  তিনি স্বামীর বাড়িতে গিয়ে তার চাচা শশুর ইকবাল হোসেন সহ সুপারি বাগান থেকে সুপারি পাড়তে গেলে মানিক হোসেন গালমন্দ করে।  তিনি  প্রতিবাদ করায় তাকে  এবং তার মেয়ে খাদিজাতুল কোবরা কে হত্যার উদ্দেশ্য দা দিয়ে কুপানোর চেষ্টা করে। এসময়ে তার  চাচা শশুর ইকবাল হোসেন বাঁধা দিলে তাকেও দা দিয়ে কোপাতে চেষ্টা করে। তাদের শোরচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।এ ব্যাপারে চাটখিল থানার এসআই আমিনুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।