শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ডাঃ মুখলেছুর রহমান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪ কোহিনূর আলম ।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া পৌরসভার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন অবসরপ্রাপ্ত উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও সমাজ সেবক ডাঃ মুখলেছুর রহমান ।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ডাঃ মুখলেছুর রহমানের সৌজন্যে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ সব কম্বল বিতরণ করেন তিনি ।জানা গেছে, কেন্দুয়া পৌরসভার প্রায় প্রতিটি গ্রামের অসহায় ও হত দরিদ্র শীতার্তদের বাছাই করে মোট ৩ শত জনের মাঝে শীত উপহার হিসেবে এ সব কম্বল বিতরণ করা হয় । ডাঃ মুখলেছুর রহমান পৌরসভার ৪নং ওয়ার্ড টেঙ্গুরী হরিয়ামালার বাসিন্দা । কেন্দুয়া পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী তিনি ।সাউদপাড়ার আশি বছরের জরিনা আক্তার কম্বল হাতে পেয়ে বলেন, আমি অনেক খুশি হয়েছি । আল্লায় ডাক্তারের দীর্ঘায়ু দান করুক । আদমপুরের বাসিন্দা ইসলাম উদ্দিন (৭০) ডাঃ মুখলেছুর রহমান সম্পর্কে বলেন, ওনি অত্যান্ত ভালো মানুষ । ওনার জন্যে দোয়া করি ।ডাঃ মুখলেছুর রহমান কম্বল বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি একজন সাধারণ মানুষ । শীতার্তদের জন্যে কিছু করতে পারায় মানসিকভাবে শান্তি অনুভব করছি ।এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, যুগ্ম সাধারণ আবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক মতিউর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ আব্দুল্লাহ, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ, শীতার্ত লোকজন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ । SHARES সারা বাংলা বিষয়: