জগ্ননাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক হলেন নিকলীর কৃতিসন্তান হিমেল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪ রাখী গোপাল।।মেহেদী হাসান হিমেল কে আহবায়ক ও শামসুল আরিফিন কে সদস্য সচিব করে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক কমিটি ঘোষনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গতকাল ২৩ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেল এবং ৫ম ব্যাচের শিক্ষার্থী সামসুল আরেফিন ।মেহেদী হাসান হিমেল কিশোরগঞ্জের নিকলী উপজেলার দোয়ারহাটি গ্রামের সম্ভান্ত মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী সনামধন্য পল্লী চিকিৎসক ছিলেন ও মাতা রতনা বেগম গৃহিনী। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সে ৫ম। স্কুল জীবনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী ছিল হিমেল।তার বড় ভাই জুয়েল মিয়া মিল্টন বলেন, রাজনীতির প্রতি তার ভালবাসা এবং তার প্রতি জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভালবাসা দেখে বাবা মারা যাওয়ার আগে বলে যায় তাকে রাজনীতি করার অবাদ সুযোগ দেওয়ার জন্য। আজ বাবা জীবিত থাকলে তার এ সফলতা দেখে খুশি হত।উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, কারানির্যাতিত নেতা হিমেল ফ্যাসিট বিরোধী আন্দোলনে বার বার কারাবন্দী হয়েছে। দেশ ও জাতির কল্যানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে সে শক্তিশালী করবে।ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করা হলো।কমিটিতে জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মো: মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন এবং শামিম মিয়াকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে।এছাড়াও মো. রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, এম তানভীর রহমান, আবু হেনা মুরসালিন, ইমরান হাসান ইমন, মাহিদ হোসেন, মাশফিকুল রাইনকে সদস্য করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: