মঙ্গলবার দুপুরে কাহালু থান পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিকড় বাজার থেকে ইজিবাইক ওআটো ভ্যান ছিনতাই চক্রের তিন সদস্য আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

মোঃ আবু সাঈদ কাহালু।। মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় বাজার থেকে ব্যাটারি চালিত অটো ভ্যান রিস্কার মালামাল সহ আন্তঃজেলা অটো ভ্যান রিস্কা ছিনতাই সক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকড় চকপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ এর পুত্র আবু জাফর (৪২), উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামের আব্দুস সামাদের পুত্র আব্দুল হান্নান (৪৮) ও কাহালু সদর ইউনিয়নের কাইট গ্রামের মৃত সইবুদ্দিনের পুত্র আবুল কালাম (৫০)।তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।