কুষ্টিয়া মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪ মো আসাদুল ইসলাম ।। কুষ্টিয়ার মিরপুরে ফুলবাড়িয়া ইউনিয়ন জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়া ইউনিয়ন জামাতের আমীর আনিচুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামাতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী,মিরপুর উপজেলা জামাতের আমীর মাওলানা খন্দকার রেজাউল করিম,সহকারী সেক্রেটারী এড. মাহফুজুর রহমান।ইউনিয়ন সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা, ওমর ফারুক,পৌর আমীর চাঁদ মল্লিক,ফুলবাড়িয়া ইউনিয়ন নায়েবে আমীর খায়রুল ইসলাম ও ইব্রাহিম খলিল,শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আকতার হোসেন মেম্বার,ইউনিয়ন সহকারী সেক্রেটারী মাওলানা আবুল আসাদ,১নং ওয়ার্ড সভাপতি জাবারুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর বলেন- ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীকে নিয়ে এগিয়ে যাবে।সমস্ত ষড়যন্ত্র মোকাবেলায় জামায়াতে ইসলামী সবসময় সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। SHARES সারা বাংলা বিষয়: