কুতুবদিয়ায় দ:ধুরুং ইউনিয়ন পরিষদে চালু হচ্ছে ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৪ স্বপ্নীল হক, কুতুবদিয়া। কক্সবাজারের কুতুবদিয়ায় দক্ষিণ ধুরুং ইউনিয়নের নাগরিকদের জীবনমান উন্নয়ন ও আধুনিকায়ন এবং সহজেই নাগরিক সেবা প্রদান ও মানুষের জীবনধারা ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করার লক্ষ্যে প্রথম ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট স্থাপনের উদ্যোগ নিয়েছেন দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ। ফলে ইউনিয়নের প্রতিটি নাগরিকের কাছে প্রযুক্তি যেমন করে সহজলভ্য হবে, তেমনি সবার কাছেও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে যাবে হাতের মুঠোয়।এতে নাগরিকদের জন্ম-মৃত্যু নিবন্ধন , জাতীয়তা সনদ, সরকারি বিভিন্ন ভাতা, হোল্ডিং ট্যাক্স বকেয়া ও জমাসহ সকল তথ্য ডাটাবেইজ আকারে পরিষদের ডিজিটাল সেন্টারে থাকবে। এদিকে, নাগরিকের ডিজিটাল হোল্ডিং প্লেটটিতে একটি বার স্ক্যান কোড থাকবে। এতে যেকোন স্মার্ট ফোনে স্ক্যান করলে ওই নাগরিকের সমস্ত তথ্য প্রশাসন সহ যে কেউ সহজে দেখতে পারবে। এখনো ডাটাবেজ প্রস্তুত হয়নি। তাই আংশিক তথ্য আসবে বলে জানান দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল। তিনি আরও জানান, বর্তমান সময়ের জন্য বাধ্যতামূলক থাকবে নাগরিকের হোল্ডিং নাম্বার প্লেট। এতে নাগরিকদের খরচ পড়বে দুইশ টাকা। এটি বাস্তবায়নে ইউনিয়নের সকল নাগরিকদের সুপরামর্শ ও সহযোগিতা কামনা করেন তিনি। SHARES সারা বাংলা বিষয়: