ব্রাহ্মণবাড়িয়ায় ৭ সিএনজি শ্রমিক আটকের প্রতিবাদে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৪ সুমন আহম্মেদ,ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেড ইউনিয়নভূক্ত সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির ৭ শ্রমিককে র্যাবের আটক ও মামলার প্রতিবাদে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী পুরাতন ব্রীজ এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেনজেলা শ্রমিকলীগের সভাপতি এড. কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশা, সংগঠনের সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আব্দুল্লাহ, জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সভাপতি মোহাম্মদ বাহার চৌধুরী, জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস মিয়া, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল কবির ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া প্রমূখ।বক্তারা বলেন, যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসেবে সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে নিবিড় ভাবে দায়িত্ব পালন করে থাকে। তারা শ্রমিক কল্যানের স্বার্থে মালিক-শ্রমিক সমিতির অনুমতিক্রমে সিএনজি অটোরিক্সা থেকে ২০ টাকা করে নেয়। অথচ বিষটিকে চাঁদাবাজি উল্লেখ করে ৭ শ্রমিককে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেয়া হয়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে জেলার সকল রুটে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ রাখা হবে বলে হুশিয়ারি দেন।পরে নেতৃবৃন্দ ৪ দফা দাবী উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃজিয়াউল হক মীর এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।দাবীগুলো হলো আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিবহন শ্রমিকদেরকে মুক্তি, নিঃশর্তে মামলা প্রত্যাহার, ভবিষ্যতে এই ধরণের হয়রানী আর করা হবে না মর্মে নিশ্চিয়তা। SHARES সারা বাংলা বিষয়: