শেরপুরের ঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫
শান্ত শিফাত।।  শেরপুরের ঝিনাইগাতীতে সোমবার ভোর ৪:৩৫ মিনিটে ঢাকায় ফেন্সিডিল পাচার করার সময় ঝিনাইগাতী বাজারের সিয়াম বাস কাউন্টার থেকে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ মি.লি এর ৩০০ বোতল (৩০ লিটার) ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি আনোয়ার হোসেন (২০), পিতা মো. আব্দুল ওয়াহেদ, সাং রামের কুড়া, উপজেলা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর। পুলিশ জানায়, ভোর ৪:৩৫ মিনিটে অফিসার ইনচার্জ মো. আল আমিনের নির্দেশনায় ঝিনাইগাতী বাজারে অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন এসআই শফিকুল ইসলাম ও এএসআই শামছুল হক। সঙ্গীয় ফোর্সসহ তারা সিয়াম বাস কাউন্টারের কাছে আনোয়ার হোসেনকে আটক করেন। তার কাছ থেকে ১০০ মিলিলিটারের ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অফিসার ইনচার্জ মো. আল আমিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”স্থানীয় বাসিন্দারা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।