ভাঙ্গায় চেয়ারম্যান ও মেম্বর গ্রুপের সংঘর্ষে আহত ৬

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫

মোঃ রিপন শেখ।।  চেয়ারম্যান ও  মেম্বর বিবদমান দুটি পক্ষের লোকজনের সঙ্গে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়ার পাশাপাশি থেমে থেমে সংঘাতে মহিলাসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের কাফুরপুর গ্রামে। গতকাল বুধবার সূর্য ওঠার আগে ভোর বেলা দুই গ্রুপের মধ্যে লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র  সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে হামলা ও ভাংচুর করে প্রতিপক্ষের বাড়িঘরে। এক পক্ষে নেতৃত্ব দেন আওয়ামী লীগ  সমর্থিত ইউপি  চেয়ারম্যান ওলিউর রহমান অন্য পক্ষে একই ইউনিয়ন পরিষদের সদস্য আউল মেম্বার। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মাস গ্রামের বাজারের জনৈক পল্লী চিকিৎসক প্রশান্তর ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়ে ওই গ্রামের গেদার ভাগিনার সাথে কথাকাটি  হলে গেদা গিয়ে পল্লী চিকিৎসকে মারধর করে আহত করে। স্থানীয় থানায় মামলা দায়ের পর একপক্ষে ইউপি চেয়ারম্যান ও অন্য পক্ষে মেম্বর বিভাজন হয়ে এলাকায় প্রকাশ্য হয়ে ওঠে। এনিয়ে একাধিকবার মীমাংসার জন্য সালিশ বসলেও চেয়ারম্যান ও মেম্বারের আধিপত্যর কারণে মীমাংসা  না হওয়ায় দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাত প্রকাশ হয়ে ওঠে।পূর্ব ঘটনার জেরধরে বুধবার কাকডাকা ভোরে বিবদমান চেয়ারম্যান ও মেম্বার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫টি বাড়ি ভাংচুরের ঘটনার পাশাপাশি ৬ জন আহত হয়েছে।  আহতদের মধ্যে একজন মহিলাসহ চারজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন হাসা দাস (৬০) মিতা দাস (৩৫) ও জেসমিন (৩২)।এবিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, কোন পক্ষের অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।