আশিকের ২য় মৃত্যুবার্ষিকী দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ আবুল হাসনাত আশেক।। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর অন্যতম সদস্য ও দৈনিক পর্যবেক্ষণের প্রতিনিধি মরহুম আশিকুল ইসলাম আশিকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ১০ জানুয়ারি, রোজ শুক্রবার বাদ জুম্মায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়। ১০ জানুয়ারী ২০২৩ সালে সন্ত্রাসীর ষড়যন্ত্রমূলক হত্যারস্বীকার হয় উদীয়মান সাংবাদিক ও সংগঠক, শহীদ আশিকুল ইসলাম (আশিক)। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের এক বিশেষ মিটিং শেষ সদর হাসপাতালে মুখী রওনা দিলে পথের মধ্যে ছরিকাঘাত করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে তার সহপাঠীরা (বাতিঘরের সদস্য’রা) তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তার মৃত্যু হয়। সে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রথম সারির সদস্য ছিলেন যাদেরকে নিয়ে ইঞ্জিঃ আজহার উদ্দীন মহোদয় বেওয়ারিশ লাশ দাফন কাজ শুরু করেন। তা ছাড়াও সে ব্লাড ব্যাংক’র অন্যতম সদস্য ছিলেন।বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন মনিপুর গ্রামের বাসিন্দা, সে কাজের সুবিধার্তে শহরেই থাকতেন। তার গ্রামের মানুষ থেকে জানা যায় সে সৎ ও পরোপকারী ছিলেন গ্রামের কোনো ব্যাক্তি শহরে চিকিৎসা বা এইরকম কোনো বিশেষ কাজে শহরে আসলে আজহার উদ্দীন ভাইয়ের সহযোগিতায় মানুষের পাশে থাকতেন। তার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিঃ আজহার উদ্দীনের ব্যবস্থাপনায় সকল সদস্য বৃন্দ মিলিত হয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। বাতিঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, আশিককে আমরা ভুলিনি, সারাজীবন আমাদের মাঝে বেঁচে থাকবে সকল সামাজিক ও ভালো কাজের মধ্যে। আশিক আমাদের এই পরিবারের একজন ছিলো, যত দিন বাতিঘর থাকবে ততদিন সেও আমাদের মাঝে থাকবে।আল্লাহর কাছে প্রার্থণা করি ওনি যেন আশিককে বেহেশতের সর্বোচ্চ মোকাম দান করেন। আমিন। SHARES সারা বাংলা বিষয়: