কুষ্টিয়ায় ছিন্নমূল অসহায়দের মাঝে “একটু পাশে দাঁড়াই” সংগঠনের শীতবস্ত্র বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ কুষ্টিয়ায় “একটু পাশে দাঁড়াই” সংগঠনের আয়োজনে ২য় ধাপে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মানবতার জয় হোক’ অসহায়ত্ব দুর হোক” শ্লোগানে ও আসুন প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করি প্রতিপাদ্যকে সামনে রেখে “একটু পাশে দাঁড়াই” কুষ্টিয়ার এই সামাজিক সংগঠন অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। কুষ্টিয়ায় বইছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের মানুষ। বিশেষ করে শহরের স্টেশন সহ রাস্তার পাশে পড়ে থাকা অসহায় যাদের দুবেলা জোটে না একটু ভাত আর তাদের নেই শরীর ঢাকার মতো কাপড়। অসহায় এসব ছিন্নমূল দরিদ্র মানুষের ভোগান্তির শেষ নেই। শহরের দরিদ্র মানুষদের একটু উষ্ণ রাখতে কুষ্টিয়ার সামাজিক সংগঠন “একটু পাশে দাঁড়াই” এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এর আগে গত ৩জানুয়ারি কম্বল বিতরণের পর কিছু অসহায় মানুষ কম্বল না পেয়ে চলে যান। সে সময় তাদেরকে সংগঠনটি আসস্ত করেন এবং এরই ধারাবাহিকতায় ২য় ধাপে, গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের যুব স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “একটু পাশে দাঁড়াই” সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম।অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির (বর্তমান) সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া আয়কর বিভাগের সাধারণ সম্পাদক আলী আকবর তপন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শহর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও একটু পাশে দাঁড়াই সংগঠনের সদস্য রাকিবুল হাসান রিংকু, একটু পাশে দাঁড়াই সংগঠনের সদস্য মনিরুল ইসলাম। সার্বিক সঞ্চালনা করেন একটু পাশে দাঁড়াই এর সদস্য আব্দুল আল মামুন। এছাড়া সার্বিক কাজে সহযোগিতা করেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।এসময় বক্তারা উক্ত সংগঠনের পথ চলায় শুভ কামনা করেন। অসহায় মানুষের পাশে দাড়াতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সব সময় সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করবে বলে জানান। SHARES সারা বাংলা বিষয়: