মনপুরার যৌথ অভিযানে মেঘনায় এক হাজার কেজি পাঙ্গাসের পোনা অবমুক্ত করেছে।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫
মো.মহিব্বুল্যাহ (ইলিয়াছ)।। ভোলার মনপুরার মেঘনায় সকাল ৯ টায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ পাঙ্গাসের পোনা নিধনের ৭ টি চাই জাল আটক করে তা ধ্বংস করা হয়।এই সময় এক  টন পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার বদনার চর ও রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় অভিযানে নিষিদ্ধ চাই আটক ও ১হাজার কেজি পাঙ্গাসের পোনা উদ্ধার করে তা মেঘনায় অবমুক্ত করে  বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা কামালা উদ্দিন। আটককৃত  ৭ টি নিষিদ্ধ চাই জাল ভেঙ্গে  আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার জানান, মেঘনায় নিষিদ্ধ জাল ধরতে প্রতিনিয়ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে।