পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫
মোঃ আবু সুফিয়ান মুক্তার।। আজ ১১ জানুয়ারী শনিবার বাদ মাগরীব  পাঁচবিবির বাগজানা ইউনিয়নে ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বাছাইকৃত সহযোগীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩০০ জন সহযোগী অংশগ্রহণ করেন। ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আরাফাত রহমান মানিক এর সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার),পাঁচবিবি উপজেলা কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা সামছুল আলম মাষ্টার। আরও বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তৌফিকুল ইসলাম,ইউনিয়ন সেক্রেটারী মোঃ মুনছুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহাদৎ হোসেন ইবাদত সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি জেলা আমীর ডাঃ ফজলুর  রহমান সাঈদ বলেন,ইসলামী আন্দোলনের কাজ একটি ফরজ ইবাদত। সব কিছুর বড় ফরজ হচ্ছে জিহাদ ফি সাবিল্লিাহ কাজ। পরকালের জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামী আন্দোলনের গুরুত্ব অপরিসিম। তাই সব কিছুর উপর ইসলামী আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতে হবে।