জয়পুরহাটে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
রবিবার (১২ জানুয়ারি) বিকালে সদর উপজেলার বেরইল গ্রাম ও জামালপুর এলাকায় আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী,জামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর দেলোয়ার হোসেন, আলোর দিশারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, ফাউন্ডেশনের সভাপতি তাহমিদ হাসান উল্লাস,সেক্রেটারি রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ  সাখোয়াত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,ক্রীড়া সম্পাদক সাদ প্রমুখ।এসময় ২ শতাধিক শীতার্ত  মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।