১২ই জানুয়ারী ২০২৪ ই জয়পুরহাট সদর রোড বাসস্ট্যান্ডে মেসাস’ মাহবুব টেডিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫
লিমন।। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি বারী আটোরাইস মিলের স্বত্বাধিকারী মোঃ আমিনুল ইসলাম বারী ইউসিবি ব্যাংক জয়পুরহাট শাখা মহাব্যাবস্থাপক জনাব সুমন ইকজিম ব্যাংক জয়পুরহাট  মহাব্যাবস্থাপক জনাব মোঃ মাহিদুল ইসলাম মবিষেশ অতিথি হিসেবে ছিলেন ডাঃ এ বি এম মোসনাদুর আলম লিমন সভাপতিত্ব করেন মাহাবুবুউল আলম লিটন স্বত্বাধিকারী মেসাস মাহবুব টেডিং ও উইসিবি এজেন্ট ব্যাংকিং। আরো উপস্থিত ছিলেন মেসাস মাহবুব টেডিং ম্যানেজার মোঃ রনি , জামিল  উইসিবি এজেন্ট ব্যাংকিং ম্যানেজার মোঃ শাহিদ আলম রাব্বি, আবু হাসান, শফিউল আলম,রাব্বিউল হাসান,হেলাল বেটারী স্বত্বাধিকারী মোঃ চঞ্চল হোসেন, সিফাত,সান,আরাফ,সাবিনা ইয়াছিন, তাসলিমা,ইসরাত জাহান, নুসরাত জাহান  সুমাইশা,আরো ব্যাক্তিবগ।