গণমাধ্যমে প্রতিনিধি নিয়োগের নামে প্রতারণার ফাদ; অভিযুক্ত চুয়াডাঙার রনি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫ মোঃ আছিবুল ইসলাম। । অনলাইন গণমাধ্যম ‘দৈনিক স্বাধীন সূর্যোদয়’ পত্রিকায় জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগের নামে প্রতারণার অভিযোগ উঠেছে পত্রিকাটির সহকারী প্রকাশক চুয়াডাঙার রনির উপরে। গত ১১ই জানুয়ারি শনিবার নোয়াখালীর হাতিয়া উপজেলার ভুক্তভুগী মোহাম্মদ মামুন উদ্দিন ও আজ রোববার বরিশালের বানারীপাড়া উপজেলার ভুক্তভুগী মোঃ মেহেদী হাসান বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিকটে বিষয়টি নিশ্চিত করেছেন। বানারীপাড়া উপজেলার মেহেদী হাসান বিগত ৪ঠা জানুয়ারী ‘স্বাধীন সূর্যোদয়’ পত্রিকার পূর্বের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 01945-737431-এ উপজেলা প্রতিনিধি হিসেবে যোগদানের জন্য যোগাযোগ করে। তার কাছ থেকে সিভি, ছবি, এনআইডি কার্ডসহ সকল ডকুমেন্ট নেয়ার পরে নির্ধারিত টাকার দাবি করা হয়। অতঃপর মেহেদী হাসান টাকা পাঠালে রনি সেই অর্থ আত্মসাৎ করে সকল নম্বর বন্ধ করে বেপাত্তা হয়ে যায়। ঠিক একইভাবে রনি নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার মোহাম্মদ মামুন উদ্দিনকেও হাতিয়া উপজেলা প্রতিনিধি বানানোর প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেন। রনি চুয়াডাঙা জেলার জীবননগর উপজেলার বাসিন্দা মোঃ আছের আলীর ছেলে। সে বিগত প্রায় ৪মাস যাবৎ অনলাইনভিত্তিক গণমাধ্যম ‘দৈনিক স্বাধীন সূর্যোদয়’ পত্রিকার সহকারী প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু হঠাৎই গত কিছুদিন যাবৎ রনি স্বাধীন সূর্যোদয় পত্রিকার অফিসিয়াল বার্তা বিভাগের নম্বর 01788-729304 ও 01883-306048 বাদ দিয়ে 01920415129 এবং 01912170074 নম্বর দুটি থেকে প্রতিনিয়ত প্রতিনিধি নিয়োগের নামে সাধারণ জনগণের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ঘটনা পত্রিকার সম্পাদক লোকমান মাহমুদ-কে জানালে তিনি গত ১২ই জানুয়ারী রোববার তার নিউজ পোর্টালের ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে একটি বিবৃতি দেন। তিনি বিবৃতিতে বলেন, ‘কিছু প্রতারক চক্র “স্বাধীন সূর্যোদয়” পত্রিকার নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।’ পত্রিকার সম্পাদক লোকমান মাহমুদ আরো জানান, রনি ছেলেটা আমাদের নাম ব্যবহার করে জালিয়াতি শুরু করে দিয়েছে। গত ৩-৪ দিন ধরেই তাকে সন্দেহ হচ্ছিল। গতকাল প্রমাণ সহ ধরা পরার পরে তাকে তার সহকারী প্রকাশকের পদ থেকে আমরা বরখাস্ত করেছি এবং ১২ই জানুয়ারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি।’ এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন জানান, রনির প্রতারণার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে এর সাথে জড়িত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। SHARES সারা বাংলা বিষয়: