বগুড়া কাহালু ৪৬তম জাতীয় বিজ্ঞান ওপ্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

মোঃ আবু সাঈদ।।  জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে।৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০২৫ খ্রিস্টাব্দ শুভ উদ্বোধন অনুষ্ঠান। বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হইয়াছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব।আর এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কাহালু সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক এফএম আব্দুল ছালাম, তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন প্রামাণিক, কাহালু সরকারি ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক মোঃ মাকছুদুর রহমান, ও সহকারী প্রভাষক সোহেল, কাহালু আর্দশ ডিগ্রি কলেজ উপধাক্ষ্য মোঃ মিল্লাত হোসেন, কাহালু টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ, অঘোর মালঞ্চা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হাসান,নিশ্চিতপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (রফিক),সহ প্রমুখ। উল্লেখ্য যে ৪৬ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পযার্য়ের ২১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।তাদের উদ্ভাবিত বিজ্ঞান ভিত্তিক নতুন নতুন তথ্য নিয়ে।