কুমিল্লার চান্দিনায় রক্তের ফোঁটা ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫
খোকা চৌধুরী || স্বেচ্ছায় রক্তদান, বাঁচতে পারে হাজার প্রান এই প্রতিপাদ্যে কুমিল্লা চান্দিনায় রক্তের ফোঁটা ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজার নূরানী হোটেল এন্ড কমিউনিটি সেন্টারের মিলনায়তনে নবাবপুর মেডিনোভা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সৌজন্যে মানব সেবা ফাউন্ডেশনের সদস্য হাফেজ সোহাইল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন আলোকিত তারুন্য সংগঠনের প্রতিষ্ঠাতা এটি এস ওমর ফারুক রাজন। বক্তব্যে প্রধান অতিথি মানবতার সেবায় যারা নিজেদের রক্তদানে সহায়তা করে আসছে তাদের কাজগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান। এসময় রক্তের ফোঁটা ফাউন্ডেশনের সভাপতি ইয়ার আহমেদ রনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বন্ধুমহল চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোঃ সাজিদুল ইসলাম রাফি,সমন্বয়ক পারভেজ আহমেদ,প্রতিষ্ঠাতা আরমান আহমেদ,প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম সামদানী,নবাবপুর মেডিনোভা মেডিক্যালের পরিচালক বজলুর রহমান বাবুল,সফিউল্লাহ সাফি,সহসভাপতি মাসুদ পারভেজ,ফরহাদ, ইরফান সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাদী হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আরিয়ান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ সিয়াম আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ গোলাম সামির শুভ,রাকিব, মো. রবিউল সানি, নিলয় আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জোবায়ের আহমেদ শামিম, মো. মোফাজ্জল চৌধুরী কার্যকরী সদস্য আরিয়ান খান শান্ত, জুবায়ের আল মাহমুদ,রেজাউল হক, ইব্রাহিম খলিল প্রমুখ।