কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরণ সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ মোঃ জামাল শেখ।। গোপালগঞ্জ কাশিয়ানীতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ উদ্বুদ্ধকরণ সভার বিষয়বস্তুর উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো, আনিছুর রহমান।এসময় কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো, শফিউদ্দিন খান, উপজেলা খাদ্য কর্মকর্তা মো, আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ভোরের কাগজের প্রতিনিধি শহীদুল আলম মুন্না, যায়যায়দিন প্রতিনিধি নিজামুল আলম মোরাদ, সাংবাদিক সোহান সরদার, ইউপি সদস্য সানজিদা হান্নান রাহেলা, মৎস্যজীবী বিজন সরকার রাঙা ও সজিব মুন্সী বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: