শৈলকুপায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুল আওয়াল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ মোঃ আজিজুর রহমান।। ঝিনাইদহ জেলার, শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন ভুমি অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে সরকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাল্যবিবাহ, ডেঙ্গু, মাদক, জঙ্গি, মানসম্মত শিক্ষা, উন্নয়নমূলক কর্মকান্ড, জনসেবা, সন্ত্রাস, দুর্নীতি বিরোধী কর্মকান্ড নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সিরাজুস সালেহীন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফ উদ্দিন। ১৪ জানুয়ারি -২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় মতবিনিময় সভা শুরু হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন সরকারি কর্মকর্তা হয়ে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। যেকোন কাজ সময় মত করতে হবে। সেবাগ্রহীতার সাথে কথা বলে পাঁচ দিনের সময় নিয়ে তিনদিনে সম্পন্ন করে সাধারণ মানুষের গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে। মাদকমুক্ত দেশ গড়তে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই। মাদক ব্যবসায়ী বা সেবনকারী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত দেশ গড়তে আমরা বদ্ধ পরিকর। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ভুমিকা রাখতে হবে। এ সময় শিক্ষক, ইমাম, সাংবাদিক, আনসার বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: