পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
মোঃ আবু সুফিয়ান মুক্তার।। আজ বৈকাল ৪.০০ টায় পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে দীর্ঘ দিন পর ধরঞ্জী দাখিল মাদ্রাসার মাঠে এক গুরুত্বপূর্ণ কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধরঞ্জী ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ আনিছুর রহমান এর সঞ্চালনায় উক্ত কর্মী ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাটন জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ মামুনুর রশিদ,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তান),পাঁচবিবি উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ আলতাফ হোসেন মাষ্টার,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু। আরও বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মাজেদুর রহমান,ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ডাঃ মাহবুব আলম,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম,ইউনিয়ন শেশাজীবি বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,জয়পুরহাটের ময়দান শহীদের রক্তে রঞ্জিত ময়দান। এই ময়দানে আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস ও লুটেরা মুক্ত বাংলাদেশ চাই। চাঁদাবাজদের এ সমাজে ঠাঁই হবে না। কেউ চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করুন। প্রশাসনের হাতে তুলে দিন। সাহস নিয়ে মাজলুমের পক্ষে দাঁড়ান