মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়নে মোটরসাইকেল এন্ড মোটরসাইকেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

মারুফ আহমদ হৃদয়।।  মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৯নং সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪ টায় মোটরসাইকেল এন্ড মোটরসাইকেল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্টিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি শওকত হাসানের সভাপতিত্বে সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক এম লিমন আহমদ ও প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবী দল বিএনপি বড়লেখা উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক নছিব আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জনপ্রিয় নাট্যকার সাহেদ মোশাররফ কঠাই মিয়া, বিয়ানীবাজার উপজেলার মৌল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ. মন্নান, সুজানগর ইউনিয়ন খেলোয়াড় কল্যাণ সংস্থার উপদেষ্টা লিয়াকত হাসান, দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, বিশিষ্ট দানবীর সমাজসেবক হাজী মানিক মিয়া।এছাড়াও উপস্থিত ছিলেন সুজানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১)ফখরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবী দল বিএনপির সুজানগর ইউনিয়ন সভাপতি ফখরুল ইসলাম (সুনু মিয়া), বড়লেখা থানার এস আই দেবল দাস ও মারুফ আহমদ, ডি এস বি রফিকুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় জলঢুপ স্পোর্টস একাডেমি, বিয়ানীবাজার বনাম কঠারকোনা খেলোয়াড় কল্যাণ সমিতি, কুলাউড়া মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা আনে দুইটি দল। পরবর্তীতে টাইব্রেকারে ১০-১১ গোলে জলঢুপ স্পোর্টস একাডেমি, বিয়ানীবাজার জয় লাভ করে।