বিজিবি বাংলাদেশ, বান্দরবান সেক্টর কর্তৃক দুঃস্থদের মাঝে  শীতবস্ত্র বিতরণ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫
দীপংকর মল্লিক।। বান্দরবান পার্বত্য জেলার বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে সেক্টর সদর দপ্তর, বান্দরবান নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বান্দরবান সেক্টর অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সময়ে মানবিক জনসেবামূলক কাজের অংশ হিসেবে নগদ আর্থিক সহযোগিতাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণের পাশাপাশি গত ১৪ই জানুয়ারি ২০২৫ তারিখ (মঙ্গলবার) সেক্টর সদর দপ্তর, বান্দরবান এর সার্বিক ব্যবস্থাপনায় বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্রাইক্ষ্যংপাড়া সংলগ্ন এলাকায় স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে সর্বমোট ১৫০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি এবং অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর খন্দকার মোর্শেদ জামান মহোদয়সহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং  স্থানীয়  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সকল মানুষের সেবায় বিজিবি সর্বদা পাশে আছে ভবিষ্যতেও থাকবে। তাই আজকের এই শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটা ক্ষুদ্র একটি প্রয়াস। ভবিষ্যতেও বিজিবি বান্দরবান সেক্টরের পক্ষ থেকে ধর্মমত নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করে যাবে।