কেন্দুয়ায় ক্বওমী মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে ওয়াজ মাহফিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জামিয়া খাদিজাতুল কুবরা ক্বওমী মহিলা মাদ্রাসার মোট ৪৫০জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জনের দাওরা হাদিস ও কারিয়া খতমে বুখারী উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৫ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী জামিয়া খাদিজাতুল কুবরা ক্বওমী মহিলা মাদ্রাসার উদ্যোগে কেন্দুয়া পৌরসভার আইথর ভাটিরকোনায় মাদ্রাসা প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় । নান্দাইল উপজেলার পীরে হক হযরত মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং উক্ত মাদ্রাসার মোহতামিম ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ফারুকীর পরিচালনায় সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন, অনুষ্ঠানের সহসভাপতি আয়েশা সিদ্দিকা ক্বওমী মহিলা মাদ্রাসার প্রতিষ্টাতা হাফেজ আছআদুজ্জামান ও হাজী মোঃ সাফায়েত উল্লাহ । অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে কথা বলেন, নেত্রকোণা থেকে আগত শায়খুল হাদিস হযরত মাওলানা আব্দুল কাইয়ুম । বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন, খলিফা শায়েখে দেওয়ানা ও শায়খুল হাদিস হযরত মাওলানা নজরুল ইসলাম রহমানী ।এছাড়াও বক্তব্য রাখেন, স্থানীয় সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিমউদদীন খোকন ভূঁইয়া প্রমুখ । আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, নূরুল উলূম ক্বওমী মহিলা মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ, কেন্দুয়া থানা মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোকাররম হোসেন, আঞ্চলিক ক্বওমী মহিলা মাদ্রাসার সভাপতি হযরত মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক হযরত মাওলানা আমির হামজা, কেন্দুয়া বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল বাশার কমলাপুরী, কেন্দুয়া মারকাজ মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি শফিউল আলম কামাল, নাযিমে তা’লীমাত দিগদাইর আরামবাগ হাফিজিয়া মাদ্রাসার মুফতি শফিকুল ইসলাম রহমানী, বাগে জান্নাত ক্বওমী মহিলা মাদরাসার মোহতামিম মুফতি এহসানুল হক, হযরত মাওলানা মুফতি এনামুল হক ফারুকী, মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ । সবশেষে উপস্থিত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কৃত করা হয় । SHARES সারা বাংলা বিষয়: