শেখ হাসিনা পালানোয় মিষ্টি বিতরন অভিযোগে ইমাম কে অব্যাহতি এলাকাবাসীর বিক্ষোভ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫
হায়দার আলী।।  ৫ আগষ্ট শেখ হাসিনা পালানোর দিন কিছু মিষ্টি বিতরন এর অভিযোগে এলাকার   আওয়ামিলীগ নেতা কতৃক  মসজিদের ইমাম পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ঘটনাটি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের শিবরামপুর জামে মসজিদের ইমাম কে নিয়ে। এলাকা বাসি রবিবার বিকেলে চার টায় শিবরামপুরে  বিক্ষোভ করে। এসম বক্তব্য  রাখেন  বীর মুক্তিযোদ্ধা, নুরুল হক মাষ্টার, মুসুল্লি  আফসার আলী, আজামুল হোসেন, সেরাজুল ইসলাম, মহিলাদের মধ্যে কথা বলেন মনোয়ারা বেগম, আলেয়া বেগম, তারা বলেন ইমাম কে কোন রকম পরিবর্তন করতে দিবে না। এ বিষয়ে ইমাম  আলাউদ্দিন  বলেন দীর্ঘ সাত বছর আমি এই মসজিদে ইমামতি করছি গত  ৫ ই আগষ্ট শেখ হাসিনা পালানোর দিন কিছু মিষ্টি বিতরন করা হয়  এর অভিযোগে এলাকার  আওয়ামিলীগ নেতা মুনিরুল ইসলাম  টুলু, মহসিন আলী, কয়েশ উদ্দিন, শাহজাহান খান তারা জোরপূর্বক আমাকে অব্যাহতি দিচ্ছে। এ বিষয়ে বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন ইমাম কোন অপরাধ করিনি এলাকার   আওয়ামিলীগ নেতা মুনিরুল ইসলাম  টুলু মসজিদ কমিটির সম্পাদক সবার মতামত না নিয়ে ইমাম কে জোরপূর্বক বাদ দিচ্ছে তাই এই সব আওয়ামীলিগের নেতাদের আইনের আওতায় আনা হোক।