ইন্দুরকানির ৫নংচন্ডিপুরে পিতার সামনে ট্রাক্টরের ফালে ছেলের মর্মান্তিক মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

কে এম আব্দুল কুদ্দুস।।  পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার ৫নং ইউনিয়ন চন্ডিপুরে পিতার সামনে ট্রাক্টরের ফালে শরীর ক্ষতবিক্ষত হয়ে মাদ্রাসায় পডুয়া ছেলে আব্দুল্লাহ  (১৪)  এর করুন মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতো রবিবার সকাল আটটার সময়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব চরবলেশ্বর গ্রামের  ফসলি জমি ট্রাক্টর দিয়ে চাষ করার সময় ট্রাক্টরের ফালে দঁড়ি প্যাচায়,প্যাচানো দঁড়ি খুলতে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ(১৪) চরবলেশ্বর গ্রামের হাফিজ পঞ্চায়েতের ছেলে। ঘটনা প্রত্যক্ষদর্শী মোঃশাহীন হাং জানান যে,গতো রবিবার সকাল আটটার  দিকে কচা নদী সংলগ্ন ফসলি মাঠে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফালে লাইলন দঁড়ি প্যাচিয়ে যায়। এ সময় ট্রাক্টর চালক মোঃহাসান ট্রাক্টরের ইঞ্জিন  নিউটাল করেন।নিহত আব্দুল্লাহ এ সময় প্যাচানো দঁড়ি ছাড়াতে গেলে ট্রাক্টরের ফাল ঘুরে তিনটি কাঁচি তার শরীরের ভিতরে ঢুকে পড়ে।এ সময় তার পিতা হাফিজ পঞ্চায়েত সামনে ছিলেন। নিহত আব্দুল্লাহ যন্ত্রনায় চিৎকার করলে কিছুক্ষন পরে সে অজ্ঞান হয়ে যায়। ঘটনার প্রায় দুই ঘন্টা চেষ্টা করে ট্রাক্টরের ফাল খুলে আব্দুল্লাহকে বের করা হয়। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ দিকে এ মৃত্যুর খবর শুনে বিভিন্ন গ্রাম থেকে শতশত নারী পুরুষ তার বাড়িতে আসতে শুরু করে।এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে।নিজের চোখের সামনে সন্তানের করুন মৃত্যু দেখে পিতা হাফিজ পঞ্চায়েত পাগলের মতো হাউমাউ করে কাঁদেন। সোমবার সকাল আটটায় বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও নিহতের দাদা বাড়ি সকাল নয়টায়  দ্বিতীয় জানাজা শেষে তাকে দাদা বাড়িতে  দাফনকার্য সম্পন্ন করা হয়। এ ব্যাপরে থানার ওসি মোঃ মারুফ হোসেন জানান,  এ ঘটনা শুনে বিকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চন্ডিপুরের ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মঞ্জু জানান নিহত আব্দুল্লাহ আমার সম্পর্কে নাতি হয়। জমিতে কাজ করার সময় অসতর্কতা বশত এ দুর্ঘটনা ঘটে।