প্রকাশ্যে দিনেরবেলা লালপুরে ধারালো অস্ত্রের মুখে লাখ টাকা ছিনতাই।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫
মোঃশাহ্ জালাল ।। প্রকাশ্যে দিনেরবেলা লালপুরে ধারালো অস্ত্রের মুখে লাখ টাকা ছিনতাই। লালপুর উপজেলায় দিনের বেলা পিকআপ থামিয়ে ধারালো অস্ত্রের মুখে, মাছ ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ২১ জানুয়ারি মঙ্গলবার এ উপজেলার  লালপুর- বনপাড়া সড়কে, ওয়ালিয়া বাজারের অদূরে এ ঘটনা ঘটে।ঘটনার ভুক্তভোগীরা হলেন, সিংড়া উপজেলার পেট্টোবাংলা গ্রামের শমসের আলীর পুত্র জামসেদ প্রামাণিক (৪৫) ও রাজশাহীর বিনোদপুরের জামাত আলীর ছেলে শামসুদ্দিন আলী (৩৮)। ছিনতাইয়ের শিকার জামশেদ প্রামাণিক জানান, তারা ঈশ্বরদী ও লালপুরে মাছ বিক্রি করে পিকআপ যোগে গোপালপুর হয়ে বনপাড়া যাওয়ার পথে ওয়ালিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেল যোগে দুই অজ্ঞাত ছিনতাইকারী তাঁদের পথরোধ করে ও অস্ত্রের মুখে পিকআপের চাবি ছিনিয়ে নেয়। তারপর চাকু দিয়ে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে তাঁদের কাছ থেকে নগদ প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির কর্তব্যরত ইনচার্জ সুমন চন্দ্র দাসকে জানালে, তিনি উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।সুনির্দিষ্ট অভিযোগ পেলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবেন বলে তিনি  জানিয়েছেন।