আঃ রউফ ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫
মুহাঃ বাবুল হুসাইন। ।  ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজার আঃ রউফ ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় আঃ রউফ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  আঃ রউফ ডিগ্রী কলেজের সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম,সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জিয়াউল ইসলাম ফিরোজ, ইন্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম,সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল-মামুন,সাধুহাটি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম,ইউনিয়ন সেক্রেটারি আলম মিয়া প্রমূখ। এ অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তারা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামার্শ দেন। এবং আঃ রউফ ডিগ্রী কলেজে একটি মসজিদ নির্মান করার ঘোষণা দেন অত্র কলেজের সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নু। অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রী ও অতিথিদের মাঝে পুরুষ্কার বিতরণ  করা হয়।