চন্দ্রায় সরকারি স্কুলে তারুণ্যের উৎসব উদযাপন-২০২৫ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫ নাজমুল হক। । গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব উদ্বোধন করেন। কালিয়াকৈর উপজেলার তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডঃ সুফিয়া খাতুন এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস,সহকারী প্রধান শিক্ষক কাজী সাহিন আক্তার,সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ কবির হোসেন,মোহাম্মদ আকতার হোসেন, সাহিদা আক্তার,ফাহিমা আক্তার,সখিনা আক্তার,মোঃ নজরুল ইসলাম সহ বিদ্যালয় এবং কলেজ এর বিভিন্ন শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য বাহারি রকমের পিঠার আয়োজন করে। যার মধ্যে রয়েছে চিতই পিঠা,জামাই পিঠা,সংসারী পিঠা,দুধকুলি পিঠা,পাটিসাপটা, সাজপিঠা,ছিদ পিঠা,মুঠি পিঠা,মেরা পিঠা,পানতোয়া,মালপোয়া পিঠা,ঝাল পিঠা, বিবিখানা,চাপরি পিঠা, কুলি পিঠা,খেজুরের পিঠা সহ প্রায় ৫০ রকমের পিঠা অনুষ্ঠানে শোভা পায়।এ সময় ছাত্র ছাত্রী ও শিক্ষকের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। SHARES সারা বাংলা বিষয়: